পরিচিতি

উস্তায আব্দুল্লাহ আল মামুনের জন্ম ১৯৯৩ সালের ২৭ আগস্ট। জন্মস্থান বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর শংকর নগর গ্রামে।

বাবা-মার হাত ধরেই তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক’বছর নিজ গ্রামের শামসুল উলম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার নুরানি বিভাগে প্রাথমিক লেভেলের পড়াশোনা। তারপর উক্ত প্রতিষ্ঠানে ওয়ালিদে মুহতারামের অধীনে নাযিরা কমপ্লিট করে। তারপর ওয়ালিদে মুহতারামের কর্মস্থান পরিবর্তন হওয়ায় তার সাথে রামপাল থানার গৌরম্ভা ইউনিয়নের বর্নী-ছায়রাবাদ গ্রামে অবস্থিত বর্নী-ছায়রাবাদ হাফিযিয়া মাদ্রাসায় গমন ও পিতার তত্ত্বাবধানে হিফযুল কুরআন সম্পন্ন করেন। হিফযুল কুরআন সমাপন করে খুলনা জেলার খান জাহান আলী থানার শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় উস্তাযুল হুফফায হাফেজ ইব্রাহিম হাফি. হিফয তাসমি (শুনানি) সমাপন করেন।

তারপর ভর্তি হন খুলনার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদ্রাসায়। তারপর গোপালগঞ্জ জেলায় অবস্থিত ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা থেকে “জালালাইন”, “মিশকাত” (অনার্স)-এ বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় ১১তম স্থান অর্জনসহ কৃতিত্বের সাথে সমাপন করেন।

তারপর ওয়ালিদে মুহতারামের মনোবাসনা পুরোনার্থে আবারও খুলনার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে থেকে দাওরা হাদিস (মাস্টার্স) ও ফিকহে হানাফির ওপর উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগ (ইফতা) থেকে ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি “তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত তানযিমুল উম্মাহ মাদ্রাসা, খুলনা শাখায় প্রধান আরবি শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি নাযিমে তালিমাত-এর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে আঞ্জাম দিচ্ছেন। পাশাপাশি বায়তুল ফালাহ জামে মসজিদ, শের-এ-বাংলা রোড, খুলনা-এর ইমাম খতিবের দায়িত্ব পালন করে আসছেন। জুমআবার খুতবাপূর্বক আলোচনায় কুরআন-সুন্নাহর আলোকে যুগোপযোগী আলোচনার জন্য বহু দূর দুরান্ত থেকে তার আলোচনা শুনতে লোকেরা ছুটে আসেন।

এছাড়াও তিনি লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। মৌলিক ও আরবি থেকে অনুবাদের কাজ আনজাম দেওয়ার মাধ্যমে উম্মাহর খেদমত করে আসছেন।

আমরা তার দুনিয়া এবং আখিরাতের সফলতা কামনা করছি।