সমকামিতা খুবই মারাত্মক গোনাহের কাজ

সমকামিতা খুবই মারাত্মক গোনাহের কাজ:

পশ্চিমা বিশ্বে সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। আর এই জগণ্য গোনাহের কাজকে বিভিন্নভাবে মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার ঘৃণ্য প্রয়াস চালানো হচ্ছে। অথচ কোন সুস্থ রুবিবোধসম্পন্ন মানুষের পক্ষে এগুলোকে প্রমোট করার কোন সুযোগ নেই। অধিকন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। তথাপিও বুঝে বা না বুঝে, দুনিয়ার ক্যারিয়ার ও অর্থের লোভে অনেক নামধারী মুসলিম তরুণ-তরুণী সে পথে পা বাড়াচ্ছে। অবশেষে দ্বীন-দুনিয়া হারিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের প্রকৃত বুঝ দান করুন। দ্বীনে হানিফে পুরোপুরিভাবে ফিরে আসার তাওফিক দান করুন।

১.
আনাস বিন মালেক রাদি. থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

إِِذَا اسْتَحَلَّتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِِذَا ظَهَرَ التَّلَاعُنُ، وَشَرِبُوا الْخُمُورَ، وَلَبِسُوا الْحَرِيرَ، وَاتَّخِذُوا الْقِيَانَ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ

যখন আমার উম্মত ৫টি বস্তুকে হালাল মনে করতে থাকবে। তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। একে অন্যের উপর লা’নত করা ব্যাপক হবে, মদ পান করতে থাকবে, রেশম পরিধান করতে থাকেব, গায়িকা রাখতে শুরু করবে। পুরুষ পুরুষের সাথে এবং নারীরা নারীদের সাথে থাকাকেই যথেষ্ট মনে করতে থাকবে। —শুয়াবুল ইমান লিল বায়হাকি, হাদিস নং-৫০৮৬

২.
ওয়াছিলা বিন আসকা রাদি. মারফু সূত্রে বর্ণনা করেন যে,

سِحَاقُ النِّسَاءِ زِنًا بَيْنَهُنَّ

মহিলাদের পারস্পরিক সমকামিতা তাদের মধ্যকার যিনা। —শুয়াবুল ইমান লিল বায়হাকি, হাদিস নং-৫০৮২; মুসনাদে আবু ইয়ালা মুসিলি, হাদিস নং-৭৪৯১

৩.
আবু মুসা রাদি. থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

إِذَا أَتَى الرَّجُلُ الرَّجُلَ فَهُمَا زَانِيَانِ، وَإِذَا أَتَتِ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَهُمَا زَانِيَانِ

যখন কোন পুরুষ পুরুষের কাছে এবং কোন নারী আরেক নারীর কাছে (যৌন কামনা পূর্ণ করতে) আসে, তখন এরা উভয়ে যিনাকারী হয়। —শুয়াবুল ইমান লিল বায়হাকি, হাদিস নং-৫০৭৫
৪.
আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

مَلْعُونٌ مَلْعُونٌ مَلْعُونٌ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ،

ঐ ব্যক্তি অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত যে কওমে লূতের আমল তথা সমকামিতা করে। —শুয়াবুল ইমান লিল বায়হাকি, হাদিস নং-৫০৮৯]
৫.
আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ، لَا تَنْقَضِي هَذِهِ الدُّنْيَا حَتَّى يَقَعَ بِهُمُ الْخَسْفُ وَالْمَسْخُ وَالْقَذْفُ» قَالُوا: وَمَتَى ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ قَالَ: «إِذَا رَأَيْتَ النِّسَاءَ قَدْ رَكِبْنَ السُّرُوجَ، وَكَثُرَتِ الْقَيْنَاتُ، وَشُهِدَ شَهَادَاتُ الزُّورِ، وَشَرِبَ الْمُسْلِمُونَ فِي آنِيَةِ أَهْلِ الشِّرْكِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَاسْتَغْنَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ فَاسْتَدْفِرُوا وَاسْتَعِدُّوا

ঐ সত্তার কসম! যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন। এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, যতক্ষণ না লোকদের মাঝে ধ্বস, চেহারা বিকৃতি এবং পাথর বৃষ্টি পাওয়া যাবে। লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান! এসব কখন ঘটবে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা মহিলাদের দেখবে যে, তারা (ঘোড়ার) জিন ধরে সাওয়ারীতে আরোহন করছে (মহিলারা ড্রাইভিং করছে), গায়িকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মিথ্যা স্বাক্ষী দেয়া শুরু হয়েছে, মুসলমানরা মুশরিকদের পাত্র তথা স্বর্ণ রূপার পাত্রে পান করছে, পুরুষের মাধ্যমে (নারী থেকে) এবং নারী আরেক নারীর মাধ্যমে (পুরুষ থেকে যৌনতা বিষয়ে) অমুখাপেক্ষী হয়ে যাচ্ছে। তখন তোমরা প্রস্তুত হয়ে যাও। —মুস্তাদরাক আলাস সহিহাইন, হাদিস নং-৮৩৪৯
৬.
আবু হুরায়রা রাদি. বলেন,

لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَسَافَدَ النَّاسُ فِي الطُّرُقِ كَمَا يَتَسَافَدُ الدَّوَابُّ، يَسْتَغْنِي الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ، أَتَدْرُونَ مَا التَّسَاحُقُ؟ قَالُوا: لَا، قَالَ: تَرْكَبُ الْمَرْأَةُ الْمَرْأَةَ ثُمَّ تَسْحَقُهَا

কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, যতক্ষণ না মানুষ পশুর মত রাস্তায় যৌনকাজে লিপ্ত হবে। পুরুষ পুরুষের মাধ্যমে (নারী থেকে) এবং নারী নারীদের মাধ্যমে (পুরুষ থেকে যৌনকর্ম বিষয়ে) অমুখাপেক্ষী হয়ে যাবে। তোমরা কি জানো “তাছাহুক” কী? তারা বললেন, না। জবাবে আবু হুরায়রা রাদি. বলেন,এক নারী আরেক নারীর উপরে উঠবে এবং তার সাথে ‘ছাহহাক’ তথা কামনা পূর্ণ করবে। —আলফিতান লি-নুআম বিন হাম্মাদ, বর্ণনা নং-১৭৯৪

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ভয়াবহ ব্যাধি থেকে হেফাযত করুন। আমীন।

আবদুল্লাহ আল মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *