ঘরে একা থাকা অবস্থায় কোনো কাপড় পরিধান না করে থাকা বা কোনো কাপড় পরিধান না করে ঘুমানোর হুকুম কী?

ঘরে একা থাকা অবস্থায় কোনো কাপড় পরিধান না করে থাকা বা কোনো কাপড় পরিধান না করে ঘুমানোর হুকুম কী?

আলহামদুলিল্লাহ।

নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যই নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর (লজ্জাস্থান)। এই অংশটুকু নিজের স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য কারো সম্মুখে উন্মুক্ত করা জায়েয নয়।
একজন ব্যক্তি যখন ঘরে নিভৃতে থাকে, তখন তার লজ্জাস্থান উন্মুক্ত করা বা উন্মুক্ত রাখা যদিও না-জায়েয নয়; তবে উলঙ্গ হয়ে থাকা উচিতও নয়।

বাহয ইবনু হাকিম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করলাম,

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ؟ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ؟ قَالَ: إِنِ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَيَنَّهَا أَحَدٌ فَلَا يَرَيَنَّهَا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا؟ قَالَ: اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ حسن

আমি রাসুলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সবার সামনে তা আবৃত রাখো। বর্ণনাকারী বলেন, যতদূর সম্ভব কেউ যেন অন্যের গোপন অঙ্গের দিকে না তাকায়। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি উত্তরে বলেন, লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার। —সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০১৭

ইমাম বুখারি রাহি. একটি অধ্যায়ের শিরোনাম নির্ধারণ করেছেন এভাবে—

  مَنِ اغْتَسَلَ عُرْيَانًا وَحْدَهُ فِي الْخَلْوَةِ، وَمَنْ تَسَتَّرَ فَالتَّسَتُّرُ أَفْضَلُ
নির্জনে বিবস্ত্র হয়ে গোসল করা এবং পর্দা করে গোসল করা। তবে পর্দা করে গোসল করাই উত্তম।

والله اعلم بالصواب

আবদুল্লাহ আল মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *