শুধু আকিদাহ নয়; মানহাজও বিশুদ্ধ হতে হবে

শুধু আকিদাহ নয়; মানহাজও বিশুদ্ধ হতে হবে:

কুরআন-সুন্নাহ বুঝার ক্ষেত্রে প্রধান মূলনীতি হল, ‘সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী কুরআন-সুন্নাহর অনুসরণ করা।

ইমাম আওযায়ি রাহি. (৮৯-১৫৮হি.) বলেন,

‘সুন্নাহর উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখুন, সালাফগণ যেখানে থেমেছেন, আপনিও সেখানে থামুন, তারা যা বলেছেন, আপনিও তাই বলুন, তারা যা থেকে বিরত থেকেছেন, আপনিও তা থেকে বিরত থাকুন। আপনি আপনার অগ্রবর্তী সালাফে সালিহিনের পথে চলতে থাকুন।’

—শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ ওয়াল জামআহ, পৃঃ ১৫৪, নং ৩১৫

তাই শুধু আকিদাহ সহিহ হলেই হবে না, বরং মানহাজ সহিহ হতে হবে। অর্থাৎ আকিদাহ, আমল, আদব-আখলাক, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতিসহ অন্যান্য সকল ক্ষেত্রে সালাফে সালিহিনের মানহাজের অনুসরণ করতে হবে। তবেই হিদায়াত পাওয়া যাবে এবং জান্নাতের পথ সুগম হবে। ইন শা আল্লাহ।

আবদুল্লাহ আল মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *