দাফনের ক্ষেত্রে অসিয়্যাত- শরিআতের বিধান
প্রশ্ন :কেউ যদি অসিয়্যাত করেন— তাকে তার মা-বাবার কবরের পাশে দাফন দিতে— এব্যাপারে শরিআতে বিধান কি?
উত্তর :আলহামদুলিল্লাহ।নির্দিষ্ট কবরস্থানে বা কোনো মুত্তাকি ব্যক্তির পাশে বা তার মা-বাবার পাশে দাফনের ব্যাপারে অসিয়্যাত করা জায়েয। আর অসিয়্যাত বাস্তবায়নকারীগণের ওপর যথাসম্ভব সেটা বাস্তবায়ন করা উত্তম; তবে আবশ্যক নয়।সুতরাং যদি কোন কারনে এ অসিয়্যাত বাস্তবায়ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে পরিবারের লোকেরা তাদের সুবিধামতো মুসলিমদের কোনো কবরস্থানে মৃতব্যক্তির লাশ দাফন করতে পারবে। শরিআতের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ।
সহায়কগ্রন্থ :ফাতাওয়ায়ে নুর আলাদ-দারব, ২/১১২৩; রদ্দুল মুহতার ২/২২১, ২৩৫; ফাতহুল কাদির ২/১০১; ফাতাওয়ায়ে দারুল ইফতা আল-মিসরিয়্যাহ, ৮/৩৫৫