শরিআতের অপরিহার্যতা
শরিআতের অপরিহার্যতা মানুষ সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করে এবং করতে বাধ্যও বটে। এজন্য তাদের এমন একটি বিধানের প্রয়োজন আবশ্যকীয়, যা তাদের পারস্পরিক সম্পর্ক-সম্বন্ধ নির্ণয় করবে, অধিকারের সীমা নির্দিষ্ট করে দেবে। প্রত্যেকের স্বেচ্ছাচারিতাকে আইনের দ্বারা সীমিত ও নিয়ন্ত্রিত করবে। এ ব্যবস্থা না হলে মানুষের সামষ্টিক জীবন দুষ্কর হয়ে পড়া খুবই স্বাভাবিক।…